সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

অ্যাসাঞ্জকে নিয়ে সিনেমা আসছে


অ্যাসাঞ্জকে নিয়ে সিনেমা আসছে

সম্প্রতি জানা গেছে, গোপন তথ্য ফাঁস করার ওয়েবসাইট উইকিলিকসের নায়ক জুলিয়ান অ্যাসাঞ্জকে নিয়ে চলচ্চিত্র তৈরি করা হচ্ছে। এমি অ্যাওয়ার্ডজয়ী অ্যান্থনি লাপেগলিয়া এই মুভিতে অভিনয় করবেন। খবর ম্যাশএবল-এর।

অ্যান্থনি একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন যিনি অল্পবয়সী জুলিয়ান অ্যাসাঞ্জকে খুঁজে বের করার দায়িত্বে থাকবেন। ‘আন্ডারগ্রাউন্ড’ নামের এই মুভি কেবল টিভির জন্য নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। এতে জুলিয়ান অ্যাসাঞ্জের চরিত্রে অভিনয় করবেন নতুন মুখ অ্যালেক্স উইলিয়ামস এবং তার মায়ের চরিত্রে অভিনয় করবেন গোল্ডেন গ্লোব প্রাপ্ত অভিনেত্রী র‌্যাচেল গ্রিফিথস।

এনবিসি ইউনিভার্সাল টিভি চ্যানেলের মাধ্যমে এই মুভি প্রচারিত হবে বলে জানিয়েছে ম্যাশএবল। প্রযোজক রিক মায়ার এ সম্পর্কে বলেছেন, ‘প্রত্যেকেরই জুলিয়ান অ্যাসাঞ্জ সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। এই ফিল্মের মাধ্যমে জুলিয়ান অ্যাসাঞ্জ কে এবং কিভাবে তিনি আলোচনার শীর্ষে উঠে এসেছেন তাই দেখানো হবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন