মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২

চশমা হবে আগামী প্রজন্মের গেইমিং ডিভাইস

চশমা হবে আগামী প্রজন্মের গেইমিং ডিভাইস

সম্প্রতি গেইমস ডেভেলপমেন্ট কোম্পানি ভালভ জানিয়েছে, তাদের একটি টিম অগমেন্টেড রিয়েলিটি গ্লাস নিয়ে গবেষণা করছে গেইমিংয়ের অভিজ্ঞতা জানার জন্য। খবর ডিজিটাল ট্রেন্ডস-এর।

উল্লেখ্য, অগমেন্টেড রিয়েলিটি গ্লাস হচ্ছে এক ধরনের চশমা যা কম্পিউটারের মতোই কাজ করে। সম্প্রতি গুগল তাদের সোশাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম গুগল প্লাসে ‘প্রজেক্ট গ্লাস’ নামের এক ধরনের অগমেন্টেড রিয়েলিটি গ্লাসের প্রোটোটাইপ ডিভাইস দেখিয়েছে। যার মাধ্যমে চশমার মধ্যেই সোশাল নেটওয়ার্কিং, ভয়েস ও ভিডিও চ্যাট, গুগল ম্যাপস ডিরেকশন, ছবি তোলা ও শেয়ার করার সুবিধা আনা হয়েছে। মূলত এর পরই অগমেন্টেড রিয়েলিটি গ্লাস নিয়ে ব্যাপক হৈচৈ শুরু হয়েছে প্রযুক্তি বিশ্বে।

এই ধরনের চশমা এর আগে দেখানো হয়েছিল সাই-ফাই সিনেমা টার্মিনেটর-এ।

এবার লেফট ফর ডেড, কাউন্টার স্ট্রাইক, হাফ লাইফ ইত্যাদি জনপ্রিয় গেইমের নির্মাতা প্রতিষ্ঠান ভালভও গবেষণায় নেমেছে এই অগমেন্টেড রিয়েলিটি গ্লাস নিয়ে। অবশ্য ভালভের ব্লগে প্রকাশিত এক পোস্টে ডেভেলপার মাইকেল আবরাশ জানিয়েছেন, তাদের এখনই অগমেন্টেড রিয়েলিটি সমৃদ্ধ কোনো গেইমিং চশমা বের করার পরিকল্পনা নেই।

তবে ডিজিটাল ট্রেন্ডস জানিয়েছে, যদি সাফল্যের মুখ দেখা যায়, তবে আগামী প্রজন্মের গেইমিং ডিভাইসগুলো হয়তো আর এক্সবক্স বা প্লেস্টেশনের মতো টিভির সঙ্গে যুক্ত কনসোল হবে না; বরং ঠিক চোখের সামনের চশমাটিই হয়ে উঠবে গেইমিং ডিভাইস। তবে এজন্য উৎসুক সবাইকে ভালভের গবেষণার দিকে তাকিয়ে থাকতে হবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন