টিভি দেখার সময়েও ট্যাবলেট!
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ফরেস্টার জানিয়েছে, প্রায় ৮৫ শতাংশ ট্যাবলেট ডিভাইস ব্যবহারকারীই টিভি দেখার সময় ট্যাবলেট ব্যবহার করেন। খবর মোবাইল মার্কেটিং ওয়াচ-এর।
সূত্র জানিয়েছে, অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুক সম্প্রতি বলেছেন, ট্যাবলেট ডিভাইস অচিরেই পারসোনাল কম্পিউটারের স্থান দখল করে নেবে। তার সঙ্গে ফরেস্টারের এক বিশ্লেষক সারাহ রটম্যান একমত হয়ে ট্যাবলেটকে ‘কাউচ কম্পিউটার’ বা সোফার কম্পিউটার বলে তার প্রতিবেদনে আখ্যায়িত করেছেন।
ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা থাকায় অনেক গবেষক ধারণা করেছিলেন ট্যাবলেট ডিভাইস একসময় টিভির চেয়েও জনপ্রিয় হয়ে উঠবে। তবে, সাম্প্রতিক ওই গবেষণায় ৮৫ শতাংশ মানুষকে টিভি দেখার সময়ই ট্যাবলেট ব্যবহার করতে দেখা গেছে। অনেক কেবল অপারেটরই টিভিতে তাদের শো দেখার সময় তাদের ট্যাবলেট অ্যাপ্লিকেশনে বিভিন্ন অফার দিচ্ছেন যার ফলে স্বাভাবিকভাবেই ব্যবহারকারীরা ট্যাবলেট ডিভাইস ব্যবহার করছেন।
ফরেস্টারের ওই প্রতিবেদনে বলা হয়েছে, টিভি দেখার অভিজ্ঞতাকেও একধাপ এগিয়ে নিয়ে যাবে ট্যাবলেট ডিভাইস।
সূত্র জানিয়েছে, অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুক সম্প্রতি বলেছেন, ট্যাবলেট ডিভাইস অচিরেই পারসোনাল কম্পিউটারের স্থান দখল করে নেবে। তার সঙ্গে ফরেস্টারের এক বিশ্লেষক সারাহ রটম্যান একমত হয়ে ট্যাবলেটকে ‘কাউচ কম্পিউটার’ বা সোফার কম্পিউটার বলে তার প্রতিবেদনে আখ্যায়িত করেছেন।
ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা থাকায় অনেক গবেষক ধারণা করেছিলেন ট্যাবলেট ডিভাইস একসময় টিভির চেয়েও জনপ্রিয় হয়ে উঠবে। তবে, সাম্প্রতিক ওই গবেষণায় ৮৫ শতাংশ মানুষকে টিভি দেখার সময়ই ট্যাবলেট ব্যবহার করতে দেখা গেছে। অনেক কেবল অপারেটরই টিভিতে তাদের শো দেখার সময় তাদের ট্যাবলেট অ্যাপ্লিকেশনে বিভিন্ন অফার দিচ্ছেন যার ফলে স্বাভাবিকভাবেই ব্যবহারকারীরা ট্যাবলেট ডিভাইস ব্যবহার করছেন।
ফরেস্টারের ওই প্রতিবেদনে বলা হয়েছে, টিভি দেখার অভিজ্ঞতাকেও একধাপ এগিয়ে নিয়ে যাবে ট্যাবলেট ডিভাইস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন