সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

বোথামের আরেক কীর্তি


বোথামের আরেক কীর্তি


Mon, Apr 16th, 2012 9:22 pm BdST
ঢাকা, এপ্রিল ১৬  - দাতব্য কাজের জন্য মাত্র এক দিনে পথ থেকে ২৫ হাজার পাউন্ড সংগ্রহ করেছেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার ইয়ান বোথাম। ব্লাড ক্যান্সার নিয়ে গবেষণার জন্য অনেক দিন ধরেই হাঁটার মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তী।

অর্থ সংগ্রহের জন্য শুক্রবার গ্লাসগো থেকে হাঁটা শুরু করে শনিবার দক্ষিণ-পশ্চিম লন্ডনের রিচমন্ডে হাঁটা শেষ করেন তিনি।

১৬০ মাইল পথ পরিক্রমণের সময় অজস্র শুভাকাক্সক্ষী শুভকামনা জানিয়েছে ৫৬ বছর বয়সী বোথামকে।

সবার কাছ থেকে সহযোগিতা পেয়ে বোথাম অভিভূত। তিনি বলেন, “সত্যিই আমি অবিশ্বাস্য সমর্থন পেয়েছি। যতদিন সূর্য জ্বলজ্বল করবে, ততদিন আমরা হাসবো।”

১৯৮৫ সাল থেকে এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ পাউন্ড সংগ্রহ করেছেন তিনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন