ঢাকা, এপ্রিল ১৬ - ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২টির বদলে ১৬টি দল অংশ নেবে। সোমবার দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অর্থাৎ ১০টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে বাছাই পর্ব পেরিয়ে আসা আরো ৬টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাবে।
এ প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, “বাংলাদেশে অনুষ্ঠেয় ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তে আমি আনন্দিত।”
“এরপর থেকে এই প্রতিযোগিতায় ১৬টি দলকেই খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি নিশ্চিত, এই সিদ্ধান্তে আইসিসির সব সহযোগী ও সহকারী সদস্য উপকৃত হবে। এতে করে তারা বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের প্রমাণের সুযোগ পাবে।”
এ বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২টি দল অংশ নেবে। ১৮ সেপ্টেম্বর শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
আইসিসির নির্বাহী কমিটির সভায় সভাপতির ক্ষমতা কমিয়ে বোর্ড চেয়ারম্যান নামে নতুন একটি পদ তৈরির প্রস্তাবও রাখা হয়েছে। তবে এই পদে নির্বাচনের মাধ্যমে কেউ নির্বাচিত হবেন না। আগামী জুনে আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব পাশ হলে চেয়ারম্যান এক মেয়াদে দুই বছর দায়িত্ব পালন করবেন এবং সর্বোচ্চ তিন মেয়াদে দায়িত্ব গ্রহণ করতে পারবেন।
আর ২০১৪ সাল থেকে পর্যায়ক্রমে নির্বাচিত সভাপতি দুই বছরের বদলে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যানের সঙ্গে মিলে তিনি মূলত প্রশাসনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবেন। |
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন