সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

ইন্টারনেটের ভবিষ্যত নিয়ে চিন্তিত গুগল সহ-প্রতিষ্ঠাতা


ইন্টারনেটের ভবিষ্যত নিয়ে চিন্তিত গুগল সহ-প্রতিষ্ঠাতা


সম্প্রতি এক সাক্ষাৎকারে গুগল সহ-প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন জানিয়েছেন, ইন্টারনেটের ভবিষ্যত নিয়ে তিনি বেশ চিন্তিত। প্রভাবশালী বৃটিশ দৈনিক গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, উন্মুক্ত ইন্টারনেটের বিরুদ্ধে বেশ শক্তিশালী ফোর্স কাজ করতে শুরু করেছে। খবর ম্যাশএবল-এর।

ব্রিনের মতে, উন্মুক্ত ইন্টারনেটের জন্য সবচেয়ে বড় হুমকি আসছে বিভিন্ন সরকারের তরফ থেকে। তারা ইন্টারনেটে তথ্যের অবাধ প্রবাহ নিয়ন্ত্রণ করতে গিয়েই উন্মুক্ত রূপের পরিবর্তন আনছেন। ব্রিন বলেছেন, বিনোদন শিল্পের পাইরেসি রোধে বিভিন্ন কার্যক্রম, ফেইসবুকের মতো 'প্রাচীর ঘেরা বাগান' এবং অ্যাপলের মতো কোম্পানি; যারা কোন সফটওয়্যার তাদের প্লাটফর্মে চালু করা যাবে, তা নিয়ন্ত্রণ করে। এরাও সরকারের মতোই ইন্টারনেটের উন্মুক্ততা রোধে একইরকম বিপজ্জনক।

ব্রিন আরো বলেছেন, এর আগে তিনি ইন্টারনেট নিয়ে এতোটা চিন্তিত ছিলেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন