সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

‘এখন আর বলা যাবে না মন্ত্রী বাধা দিয়েছেন’


‘এখন আর বলা যাবে না মন্ত্রী বাধা দিয়েছেন’


Mon, Apr 16th, 2012 7:49 pm BdST
 
ঢাকা, এপ্রিল ১৬ - সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগের পর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, রেলমন্ত্রী ‘নিজের ইচ্ছায়’ পদত্যাগ করে থাকলে তিনি ‘উদারতা’ দেখিয়েছেন।

সোমবার রাজধানীর আসাদ অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “উনি (সুরঞ্জিত) পদে থাকায় তদন্ত সুষ্ঠু হবে কি না তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছিলো। পদত্যাগ করায় এখন আর তদন্ত নিয়ে সমস্যা দেখছি না। আর কেউ বলতে পারবে না যে মন্ত্রী তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।”

ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ দায় নিজের কাঁধে নিয়ে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সোমবার রেলভবনে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন।

রোববার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসার পরদিনই সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত জানালেন মাত্র পাঁচ মাস আগে দায়িত্ব নেওয়া সুরঞ্জিত।

মিজানুর রহমান বলেন, “সরকারের পক্ষ থেকে পদত্যাগ করতে বলা হয়ে থাকলে বলতে হবে এক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া হয়েছে।”

“আর তিনি নিজের ইচ্ছায় পদত্যাগ করে থাকলে উদারতার পরিচয় দিয়েছেন”, যোগ করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।

সহকারীর কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে মন্ত্রীর চলে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, “সব সময় সন্দেহপ্রবণ হয়ে কোনো কিছু জানতে চাইলে মনে হয় আমাদের নিজেদের ভেতরেও দুর্বলতা রয়েছে।”

এ বিষয়ে প্রতিক্রিয়ায় আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, “তার পদত্যাগ একটি ভালো উদাহরণের সৃষ্টি করেছে।”

“ঘটনার সঙ্গে মন্ত্রী জড়িত থাক বা না থাক- তিনি পদত্যাগ করায় তদন্তের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে”, যোগ করেন তিনি।

গত ৯ এপ্রিল রাতে সুরঞ্জিতের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে শোরগোল শুরু হয়। গণমাধ্যমের খবরে বরা হয়, ওই রাতে ফারুকের সঙ্গে ৭০ লাখ টাকা পাওয়া যায়। পূর্বাঞ্চল রেলের জিএম ইউসুফ আলী মৃধা ও তার কম্যান্ড্যান্ট এনামুল হকও সে সময় ওই গাড়িতে ছিলেন।

উদ্ভূত পরিস্থিতিতে ইউসুফ আলী মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়; চাকরিচ্যুত করা হয় ওমর ফারুক তালুকদারকে। এছাড়া কমান্ডেন্ট এনামুল হককেও সাময়িক বরখাস্ত করা হয়। ওমর ফারুক ও তার স্ত্রী মারজিয়া ফারহানার ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) জব্দ করার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

রেলওয়ের দুটি তদন্ত কমিটি বর্তমানে এ ঘটনার তদন্ত করছে।

টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, “অন্যরা যেন মুক্ত মনে এ ঘটনার তদন্ত করতে পারে- সে বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে।”

এর আগে ‘জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের বিষয়ে মানবাধিকার কর্মীর ব্যবহারিক পুস্তিকা’ শিরোনামে একটি বইয়ের মোড়ক উম্মোচন করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

আইন ও সালিশ কেন্দ্র প্রকাশিত এ বইটি সম্পর্কে মিজানুর রহমান বলেন, তৃণমূল পর্যন্ত মানবাধিকারের ধারণা বি¯তৃত করতে এই পুস্তিকা সহায়ক ভূমিকা পালন করবে।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বইটির রচয়িতা মানবাধিকারকর্মী সাঈদ আহমদ, আসকের উপ-পরিচালক সানাইয়া ফাহীম আনসারী উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন