ডেসটিনি: তিন সদস্যের কমিশন হচ্ছে
|
||||
|
||||
মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
মুহিত বলেন, “এটা হবে যুবকের মতোই তিন সদস্যের কমিশন। এই কমিশন প্রথমে একটি প্রতিবেদন দেবে। পরে ওই প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
বুধবার আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে কমিটির সদস্যের নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
কমিশন গঠনের মাধ্যমে যুবকের মতোই পুরো প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা হচ্ছে কিনা জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, “না, দীর্ঘায়িত নয়। এটা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এখানে অনেক বেশি মানুষের স্বার্থ জড়িত। সে কারণে যথাযথ তদন্ত ছাড়া এ বিষয়ের কোনো সুরাহা হবে না।”
তবে কতো দিনে কমিশন প্রতিবেদন জমা দেবে- সে বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী।
এর আগে ডেসটিনির ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে জমা দেন বাণিজ্য সচিব গোলাম হোসেন। প্রতিবেদনে ডেসটিনির ঘটনা তদন্তে ওই কমিশন গঠনের সুপরিশ করা হয়েছে।
মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনির নানা অনিয়ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনের পর গণমাধ্যমে ডেসটিনি প্রসঙ্গে নেতিবাচক খবর প্রকাশ হয় চলতি মাসের শুরুর দিকে। এর পরিপ্রেক্ষিতে ডেসটিনি ২০০০ লিমিটেডের ‘নিয়ম-বহির্ভূত কর্মকাণ্ড’ তদন্তে একটি কমিটি করে সরকার।
অবশ্য ডেসটিনি তার বিরুদ্ধে আনা অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ অস্বীকার করে আসছে।
গত ৭ এপ্রিল অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, মুনাফার লোভ দেখিয়ে নিরীহ মানুষকে প্রতারণা বন্ধে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি যুবকের মতো ডেসটিনির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সেদিনই তিনি কমিশন গঠনের কথা জানান।
অবৈধ ব্যাংকিং কার্যক্রম চালানোর অভিযোগে যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) বন্ধ হয়ে যাওয়ার ছয় বছর পরও বিনিয়োগ করা অর্থ ফেরত পাননি প্রতারিত গ্রাহকরা। ডেসটিনির বিরুদ্ধে অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠায় যুবকের গ্রাহকদের পাওনার বিষয়টিও ফের আলোচনায় এসেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন