অবৈধ গর্ভপাতের অভিযোগ মীরার নামে
মীরার গর্ভপাত নিয়ে সাম্প্রতিক খবরের সূত্র ধরে মুহম্মদ ইসলাম অভিযোগে জানিয়েছেন, গর্ভপাত করার পরেও মীরা নিজেকে কুমারী দাবি করছেন। তার আচরণ দেখে মনে হচ্ছে গর্ভপাতটি অবৈধ এবং অনৈসলামিক।
তাই আদালতের কাছে ইসলাম আবেদন করেছেন, মীরার বিরুদ্ধে হুদ্দদ অর্ডিনেন্সের আওতায় মামলা গ্রহণ করার জন্য। ১৯৭৯ সালে প্রণীত এই বহুল আলোচিত আইনটিতে অবৈধ যৌন সম্পর্ক ও মাদক গ্রহণের জন্য কঠোর সাজার উল্লেখ আছে।
মীরার বিরুদ্ধে আনা অভিযোগটির শুনানির দিন ধার্য করা হয়েছে ২৩ এপ্রিল।
কয়েক সপ্তাহ যাবত পাকিস্তানি মিডিয়া অভিযোগ করছে, অভিনেত্রী মীরা গর্ভপাত করেছেন। কিন্তু বাগদত্ত পাইলট নাভিদ শেহজাদের সঙ্গে সম্পর্কিত ওই অভিযোগ অস্বীকার করছেন তিনি।
এদিকে মীরার কথিত স্বামী ব্যবসায়ী আতিকুর রেহমানও আদালতে কেস ঠুকেছেন বাগদত্ত শেহজাদের নামে। যদিও মিডিয়া জানিয়েছে, মীরার সঙ্গে বিয়েতে রণে ভঙ্গ দিয়েছেন শেহজাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন