বিয়ে করবেন এলিজাবেথ ও শেন
এ বিষয়ে এলিজাবেথ বলেছেন, ‘মনে হয়, আমরা নিজেদের সম্পূর্ণ চিনতে পেরেছি। শেনের সঙ্গে থাকতে পেরে নিজেকে অসম্ভব সুখী মনে করছি আমি। অনেক মিল আছে আমাদের দুজনের মধ্যে। যদিও আমরা দুজন ক্যারিয়ার ও ব্যাকগ্রাউন্ডের কারণে দুই ভুবনের বাসিন্দা। তবুও একসঙ্গে থাকতে আমরা স্বাচ্ছন্দ্য খুঁজে পাই। আর আমার ক্ষেত্রে সেটা অনেক বেশিই।’
তবে নিজেদের সম্পর্ককে ‘প্রায় অসম্ভব’ বলেই অভিহিত করেছেন ওয়ার্ন। যদিও এলিজাবেথের সঙ্গে সুর মিলিয়ে তিনিও বলেছেন, ‘আমি মনে করি, আমরা নিজেদের এইমাত্র খুঁজে পেয়েছি এবং একে সম্পূর্ণ চেনাও বলা যেতে পারে।’
নিজেদের নিয়ে আত্মতুষ্টির কথা বলার ফাঁকে ওয়ার্ন বলেছেন, ‘আমি জানি, এলিজাবেথের সঙ্গে গাঁটছড়া বাঁধায় অনেকেই অবাক হয়েছেন এবং অনেকেরই আগ্রহের সৃষ্টিও হয়েছে এতে। এর কারণ, আমরা দু’জন দুই পেশার মানুষ। কিন্তু আমরা দুজনেই এমন পরিবার থেকে এসেছি যেখানে গাঢ় পরিবারিক বন্ধন আছে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন