মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২

গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল


গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল


Tue, Apr 17th, 2012 2:20 pm BdST
 
ঢাকা, এপ্রিল ১৭ - যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না- তা ২ মে জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন নির্ধারিত থাকলেও প্রস্তুতি শেষ না হওয়ায় বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল নতুন এই দিন ঠিক করে দেন।

গোলাম আজমকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে তার আইনজীবীদের আবেদনের শুনানি গত ২৯ মার্চ শেষ হয়।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে গত ১১ জানুয়ারি গোলাম আযমকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ওই দিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়; তারপর থেকে তিনি সেখানেই আছেন।

বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযমের বিরুদ্ধে ৫২ দফা যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে প্রসিকিউশন বিভাগ।

সাবেক এই জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুুদ্ধের সময় তার নেতৃত্বে নানা জায়গায় শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস, পাইওনিয়ার ফোর্স, মুজাহিদ বাহিনী নামে পাকিস্তানপন্থী সংগঠন গঠন করা হয়। এসব সংগঠনকে অস্ত্র সরবরাহ করা এবং এ বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুপারিশ করার দায়িত্বও ছিল তার।

একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা শুরুর পর খাজা খায়রুদ্দিনকে আহ্বায়ক করে ১৪০ সদস্যের যে শান্তি কমিটি হয়, তার তদারকিতে গঠিত কমিটির ছয় জনের এক জন ছিলেন গোলাম আযম।

এছাড়া বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালান তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম।

১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে তিনি আবার বাংলাদেশে আসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন