ইলিয়াস 'নিখোঁজ'
উদ্ধারের নামে চলছে আইওয়াশ
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর খোঁজ ছয় দিনেও মেলেনি। তার
অবস্থান সম্পর্কে এখনো অন্ধকারেই রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অথচ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, র্যাব-পুলিশ সদর দফতর, থানা পুলিশ, গোয়েন্দা
পুলিশ (ডিবি) কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, বিএনপির এই প্রভাবশালী নেতার
খোঁজে তারা ব্যাপক অভিযান চালাচ্ছেন। তবে সংশ্লিষ্ট অপর একটি সূত্র বলছেন,
ইলিয়াস আলীকে উদ্ধারের অভিযান স্রেফ আইওয়াশ। ইতিপূর্বে পূবাইলসহ যেসব
স্থানে পুলিশ ও র্যাব অভিযান চালিয়েছে, তার প্রতিটিই সাজানো নাটক। এদিকে,
রূপসী বাংলা হোটেলে এম ইলিয়াস আলীর গাড়ির পেছনের সেই সন্দেহভাজন
মোটরসাইকেল আরোহীর সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধানে র্যাব বিভিন্ন ভাবে
চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার মধ্যরাতে বনানী এলাকা থেকে নিখোঁজ হন
ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার। বনানীর রাস্তায় পাওয়া যায় ইলিয়াস
আলীর গাড়িটি। এরপর থেকেই দাবি করা হয়, ইলিয়াস আলীকে খুঁজে বের করতে
পুলিশের গুলশান বিভাগ, বনানী থানা, ডিবি ও র্যাব মাঠে নেমেছে। কিন্তু তারা
কী করছে, কোথায় কোথায় অভিযান চালাচ্ছে, তা তারা বলতে পারছে না। ইলিয়াস
আলীর সন্ধানের দাবিতে গোটা দেশ ক্রমশ উত্তাল হয়ে উঠছে। আজ মঙ্গলবারও
তৃতীয় দিনের মতো দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল করবে বিএনপি। বিএনপি বলছে,
যতদিন পর্যন্ত ইলিয়াস আলীকে উদ্ধার করা না হবে, ততদিন কঠোর কর্মসূচি চলতেই
থাকবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, ইলিয়াসকে উদ্ধারে
সরকারের সংস্থাগুলো আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। যে কোনো উপায়ে
ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বনানী থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ইলিয়াস আলীর স্ত্রীর জিডির
সূত্র ধরেই তদন্ত চলছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার
করতে পারেনি। সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব কটি সংস্থাই
ইলিয়াস আলীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। অথচ ছয় দিনেও তারা জানতে পারেনি
ইলিয়াস আলী কোথায় কী অবস্থায় রয়েছেন। এতে করে সরকারের শীর্ষ মহলের
পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তারা বেকায়দায় পড়েছে।
তবে ইলিয়াস আলীকে উদ্ধারের কর্মপরিকল্পনা নিয়ে পুলিশ, ডিবি ও র্যাব পৃথক
পৃথক বৈঠক করে। বৈঠকগুলোতে নির্দেশ দেওয়া হয়, যে কোনো প্রকারই হোক
ইলিয়াস আলীকে উদ্ধার করতে হবে। তার নিখোঁজ নিয়ে দেশ-বিদেশে সমালোচনা
হচ্ছে। গতকাল ইলিয়াসের 'সিলেট হাউজ', বনানী সাউথ পয়েন্ট স্কুলের আশপাশের
এলাকা, রূপসী বাংলা হোটেলে তদন্তকারীদের তৎপরতা দেখা গেলেও তারা কী করছে,
তা স্পষ্ট নয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, একটি মহল ইলিয়াস আলীর
স্ত্রীকে উড়ো তথ্য দিচ্ছে। কারা এসব তথ্য দিচ্ছে, তা গোয়েন্দারা তদন্ত
করে দেখছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন