হ্যাকারদের কবলে জেনারেল মইন
যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের ইমেইল
আইডি হ্যাক হয়েছে। হ্যাকাররা তার ইমেইল ঠিকানা ব্যবহার করে বিভিন্নজনের
কাছে অর্থসাহায্য চাচ্ছেন। ওয়ান-ইলেভেনের আলোচিত-সমালোচিত এই সেনাপ্রধান এ
নিয়ে রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়ে গেছেন। মইন উ আহমেদ নিজেই ২২ এপ্রিল
বার্তা সংস্থা এনাকে এ তথ্য জানিয়েছেন।নিউইয়র্কে চিকিৎসাধীন জেনারেল মইন বলেন, 'দুর্বৃত্তরা আমার ইমেইল ঠিকানা ব্যবহার করে সুহৃদ সবার কাছে বার্তা পাঠাচ্ছে। তারা আমার অসহায়ত্বের কথা বলে অর্থসাহায্য চাচ্ছে এবং চাইতে পারে। এমনকি তারা ভাইরাসও ছড়াচ্ছে, যা কম্পিউটারের ক্ষতি করতে পারে। সবার প্রতি অনুরোধ, এমন ইমেইল সম্পর্কে সতর্ক থাকবেন।'ইমেইল আইডি হ্যাক হওয়ার বিষয়টি জেনারেল মইন পরিচিত সবাইকে জানিয়েছেন উল্লেখ করে বলেন, 'আমার চিকিৎসা চলছে এবং আমি কারও কাছে অর্থসহায়তা চাইনি। শুধু দেশবাসীর দোয়া চাই।' কয়েকদিন আগেই ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার স্বপন সাহার ইমেইল আইডি হ্যাক করে এভাবে অর্থসহায়তা চাওয়া হয়। যুক্তরাষ্ট্রে সর্বাধিক প্রচারিত বাংলা পত্রিকা সাপ্তাহিক ঠিকানাও হ্যাকারদের কবলে পড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন