সোমবার, ২৩ এপ্রিল, ২০১২

বাংলা খবর: ফেসবুকে তোলপাড়

ফেসবুকে তোলপাড়


সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে গতকাল সব কিছুকে ছাপিয়ে 'হট টক' হয়ে ওঠে সোহেল তাজের এমপি পদ থেকে পদত্যাগের বিষয়টি। আলোচনার ঝড় তোলেন সাইটটি ব্যবহারকারীরা। গতকাল বেলা ১টার দিকে টমসম বেগম নামে এক ফেসবুক ব্যবহারকারী সোহেল তাজের পদত্যাগের ব্যাপারে একটি পোস্ট দেওয়ার ৫৫ মিনিটের মধ্যেই ৩৮ জন পোস্টটি শেয়ার করেন। কমেন্টস করেন ৭৩ জন। পোস্টটি পছন্দ করেন ১৫৩ জন। অধিকাংশ ব্যবহারকারী তার এ পদত্যাগের বিষয়টিকে অত্যন্ত সাহসী ও নজিরবিহীন পদক্ষেপ বলে উল্লেখ করে তাকে অভিনন্দিত করেন। এ ছাড়া ব্লগাররাও এ নিয়ে যার যার ব্লগে বিভিন্ন পোস্ট দেন।বাবুল হোসেন নামে একজন ফেসবুক ব্যবহারকারী তার মন্তব্যে লেখেন, এর মাধ্যমে তিনি তার বাবা তাজউদ্দীন আহমদের তাজ আরও উপরে তুললেন। একজন সত্যিকারের নেতার পক্ষেই এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব। সাইফুল ইসলাম লেখেন, পদত্যাগের মাধ্যমে তিনি সরকারের ব্যর্থতা, অন্যায় ও অবিচারের প্রতিবাদ করলেন। বাংলাদেশের রাজনীতিতে এটা নজিরবিহীন। শাহ রাজীব লেখেন, তিনিই একজন প্রকৃত নেতা যার মধ্যে ক্ষমতার লোভ নেই। ফাহাদ আবদুল্লাহ লেখেন, দেশে যে এখনো দু-একজন সৎ ও নীতিবান রাজনীতিবিদ আছেন সোহেল তাজের পদত্যাগই তার প্রমাণ। হাফিজ সরকার লেখেন, তিনি স্বচ্ছ রাজনীতিবিদের প্রতিচ্ছবি। এ থেকে আমাদের মন্ত্রী-এমপি-রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। কাইয়ুম সরকার বলেন, সোহেল তাজ তার বাবার মতোই মহান নেতা, এটাই আবার প্রমাণ হলো। এভাবে একের পর এক মন্তব্য ও পোস্টে গতকাল ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন সোহেল তাজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন