সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

'শোভনের স্বাধীনতা'য় নটর ডেম-এর একঝাঁক শিক্ষার্থী


'শোভনের স্বাধীনতা'য় নটর ডেম-এর একঝাঁক শিক্ষার্থী

সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্র ‘শোভনের স্বাধীনতা’য় অভিনয় করছে নটর ডেম কলেজের একঝাঁক কিশোর। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন শোভন। এছাড়া কিশোর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শোভনের কয়েকজন সহপাঠী রাইয়ান, জীম, নাঈম, দীপ্ত, সাকিব, মাসুম. ধর্ম, নাঈমুজ্জামান, ফয়সাল, সাদমান, অরিজিত, সৈকত ও জর্জদীপ্ত। এই ১৩ জন কিশোরের সবাই কলেজটির প্রথম বর্ষের শিক্ষার্থী।

রশীদ হায়দারের কিশোর উপন্যাস ‘শোভনের স্বাধীনতা’ অবলম্বনে এ চলচ্চিত্রটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন মানিক মানবিক।

সিনেমাটির পরিচালক মানিক মানবিক জানিয়েছেন, ‘টানা দুই মাস গ্রুমিংয়ের পর মোট ৪০ থেকে শেষ পর্যন্ত ১৩ জন কিশোরকে বাছাই করা হয়েছে।’

চলচ্চিত্রটিতে একদল কিশোর ছাড়াও অভিনয় করছেন ফেরদৌস, নিপুণ, ওয়াহিদা মল্লিক জলি, খায়রুল আলম সবুজ, আতাউর রহমান, চিত্রলেখা গুহ, চৈতি, স্বদেশ সুমন, আলমগীর, মোশারফ, রণধীর বাপ্পী, শহীদ, হিরণ্ময় হীরা প্রমুখ। চলচ্চিত্রটির সংগীত করছেন পার্থ মজুমদার।

বর্তমানে ছবিটির শুটিং চলছে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের বিভিন্ন লোকেশনে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন