মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২

সুরঞ্জিত দপ্তরবিহীন মন্ত্রী

সুরঞ্জিত দপ্তরবিহীন মন্ত্রী


Tue, Apr 17th, 2012 8:43 pm BdST
 
ঢাকা, এপ্রিল ১৭ - ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারীর’ দায় নিয়ে পদত্যাগের ঘোষণার ৩০ ঘণ্টার মাথায় সুরঞ্জিত সেনগুপ্তকে পুনরায় মন্ত্রী করেছে সরকার; তবে তাকে কোনো দপ্তর দেওয়া হয়নি।

মঙ্গলবার রাতে সরকারি এক ঘোষণায় বলা হয়, “১৯৯৬ সালের কার্যপ্রণালী বিধির ৩(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।”

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সুরঞ্জিত সেনগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আমি কোনো কথা বলবো না।”

“আমার অবস্থা বোঝার চেষ্টা করুন এবং সহায়তা করুন,” যোগ করেন তিনি।

গত ৯ এপ্রিল গভীর রাতে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়ি থেকে ‘বিপুল পরিমাণ’ টাকা উদ্ধারের খবর প্রকাশের পর এ নিয়ে চাপে পড়েন মন্ত্রী। প্রধান বিরোধী দল বিএনপিসহ নানা মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে।

এ পরিস্থিতিতে ঘটনার সপ্তাহ খানেকের মাথায় সোমবার দুপুর ২টা নাগাদ এক সংবাদ সম্মেলনে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন সুরঞ্জিত।

এর আগে রোববার রাত ৯টা নাগাদ সুরঞ্জিতকে ডেকে নিয়ে তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যে গাড়ি থেকে টাকা উদ্ধার হয় বলে খবর প্রকাশ হয় তাতে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) ইউসুফ আলী মৃধা ও জিআরপির ঢাকার কমান্ডেন্ট এনামুল হকও ছিলেন। ঘটনার পর ফারুককে বরখাস্ত এবং রেলের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে মৃধা উপস্থিত হয়ে বক্তব্য দিলেও, সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারুক বাহকের মাধ্যমে লিখিত বক্তব্য পাঠান। ফারুক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ইতিমধ্যে জব্দ করেছে সরকার।

পাঁচ দশকের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো মন্ত্রী হিসাবে শপথ নেন গত ২৮ নভেম্বর। স্বাধীনতার পর থেকে অধিকাংশ সংসদে প্রতিনিধিত্ব করেন তিনি। শেখ হাসিনার গত সরকারে তিনি মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন সুরঞ্জিত।

দেড় দশক আগে আওয়ামী লীগে যোগ দেওয়া সুরঞ্জিত দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। পঞ্চদশ সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যানও ছিলেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন