মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২

সুরঞ্জিতকে এখন জিজ্ঞাসাবাদ নয়: দুদক


সুরঞ্জিতকে এখন জিজ্ঞাসাবাদ নয়: দুদক


Tue, Apr 17th, 2012 7:59 pm BdST
 


ঢাকা, এপ্রিল ১৭ - সহকারীর অর্থ কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগী রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পারিবারিক সম্পত্তির বিষয়ে তাকে এখনই জিজ্ঞাসাবাদ করছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পারিবারিক সম্পত্তি ও ছেলের ব্যবসা বিষয়ে পদত্যাগী মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে মঙ্গলবার একটি বাংলা দৈনিকে প্রকাশিত খবর সম্পর্কে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তদন্ত কর্মকর্তা। তবে এখন পর্যন্ত এ বিষয়টিতে যতটুকু অনুসন্ধান করা হয়েছে তাতে অর্থ কেলেঙ্কারির সঙ্গে সাবেক রেলমন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।”

প্রথম আলোয় প্রকাশিত খবর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “সাংবাদিকদের কেউ কেউ ভিন্ন উদ্দেশ্য থেকে প্রশ্ন করেন। তখন কিছু একটা বলতে হয় বলেই মহাপরিচালক ওভাবে বলেছেন।”

বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান দুদক প্রধান।

অর্থ কেলেঙ্কারির ঘটনা উদঘাটনে ১২ এপ্রিল দুজনের একটি তদন্ত দল গঠন করে কমিশন। বুধবার তদন্তকারীরা চাকরিচ্যুত এপিএস ও রেলের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে।

কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) এম এইচ সালাউদ্দিনকে উদ্ধৃত করে মঙ্গলবার পত্রিকাটিতে বলা হয়, ‘সাবেক রেলমন্ত্রীর ছেলের টেলিকম ব্যবসা ও অন্যান্য পারিবারিক ব্যবসা সম্পর্কে প্রয়োজন হলে সুরঞ্জিত সেনগুপ্তকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।’

তবে মহাপরিচালক সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেভাবে আমাকে উদ্ধৃত করা হয়েছে আমি তা বলিনি। কেন আমাকে উদ্ধৃতি করে এসব বলা হবে। আমি তার ছেলের প্রসঙ্গে কথা বলেছি; সাবেক মন্ত্রীর বিষয়ে কোন মন্তব্য করিনি।”

গত ৯ এপ্রিল রাতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে সুরঞ্জিতের এপিএস ও এক সময়ের ছাত্রলীগ নেতা ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনার রেশ ধরে সোমবার দায়িত্বে ইস্তফা দেন মন্ত্রী।

ওই গাড়িতে ফারুকের সঙ্গী পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এবং জিআরপির ঢাকার কমান্ডেন্ট এনামুল হককে বরখাস্ত করা হয়েছে; চাকরিচ্যুত হন ফারুক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন