মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২

মৃধা ও এনামুলকে দুদকে তলব

মৃধা ও এনামুলকে দুদকে তলব


Tue, Apr 17th, 2012 5:04 pm BdST
 
ঢাকা, এপ্রিল ১৭ - রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ ঘটনায় রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও জিআরপির ঢাকার কমান্ডেন্ট এনামুল হককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রেলভবনে রেলের মহাপরিচালক আবু তাহের বলেন, “দুদক থেকে পাঠানো এ সংক্রান্ত একটি নোটিস মঙ্গলবার হাতে পেয়েছি। আগামীকাল (বুধবার) তাদের হাজির হতে হবে।”

মৃধা ও এনামুলের বিরুদ্ধে বিভাগীর মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ওই ঘটনার তদন্তে আবু তাহেরের নেতৃত্বে একটি তদন্ত কমিটি কাজ করছে।

গত ৯ এপ্রিল রাতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে অর্থ পাওয়ার ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে শোরগোল শুরু হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়, ওই রাতে ফারুকের সঙ্গে ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিলো। পূর্বাঞ্চল রেলের জিএম ইউসুফ আলী মৃধা এবং জিআরপির ঢাকার কমান্ডেন্ট এনামুল হকও ওই গাড়িতে ছিলেন।

ঘটনার জের ধরে এরই মধ্যে জিএম ইউসুফ মৃধা ও কমান্ডেন্ট এনামুলকে সাময়িক বরখাস্ত এবং ওমর ফারুককে চাকরিচ্যুত করা হয়। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতের ঘোষণা দেন রেলমন্ত্রী।

এ বিষয়ে রেল মহাপরিচালক আবু তাহের বলেন, “রেলে লোক নিয়োগ করতে হবে, কারণ রেলে জনবলের অভাবে কাজে সমস্যা হচ্ছে। নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে কিনা- তা তদন্তে দুটি কমিটি করা হয়েছে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন