মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মালিকানা দ্বন্দ্ব মেটাতে ৩ মাস সময় ৩ বিশ্ববিদ্যালয়কে

মালিকানা দ্বন্দ্ব মেটাতে ৩ মাস সময় ৩ বিশ্ববিদ্যালয়কে


Wed, Apr 11th, 2012 9:55 pm BdST
ঢাকা, এপ্রিল ১১- মালিকানা নিয়ে দ্বন্দ্ব নিরসনে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তিন মাস সময় বেঁধে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এই সময়ের মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে না পারলে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়াসহ বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তাদের কাছে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা জানান, ইবাইস, অতীশ দীপংকর ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মালিকানা নিয়ে দ্বন্দ্ব নিরসন করতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে বুধবার বিকালে চিঠি ইস্যু করা হয়েছে।

“নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে,” যোগ করেন তিনি।

এই তিনটি বিশ্ববিদ্যালয়ের মালিকানা নিয়ে দ্বন্দ্ব নিরসন করতে গত ৩০ জানুয়ারি মৌখিক নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্দেশনার পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ার চিঠি পাঠানো হল।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসির সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক আতফুল হাই শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে।”

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৩৫ ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৩৫ ধারার ৭ উপধারায় বলা আছে, কোনো কারণে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিলে কিংবা উহার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত ও শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে চ্যান্সেলর কমিশন ও মন্ত্রণালয়ের সুপারিশক্রমে প্রয়োজনীয় আদেশ ও নির্দেশ দিতে পারবেন। এ বিষয়ে চ্যান্সেলরের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বর্তমানে দেশে ৬৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন